ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ–
আগামী ৬ এপ্রিল ঢাকায় হেফাজতে ইসলামের লং মার্চ সফলে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল-সমাবেশ হয়েছে। বুধবার দুপুরে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা শহরের কান্দিপাড়াস্থ জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণশেষে তোফায়েল আজম মনুমেন্টের পাশে সমাবেশে মিলিত হয়।
মাওলানা মুফতি আবদুর রহিম কাসেমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুফতি এনামুল হাসান, মাওলানা জিয়াউদ্দিন, মাওলানা আবু বক্কর, মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা মাসুদ প্রমুখ। বক্তারা নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন প্রণয়ণসহ নাস্তিক ব্লগার ও ইসলাম বিরোধীদের অপতৎপরতা বন্ধের দাবিতে লং মার্চ সফলের জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহবান জানান। লং মার্চে বাঁধা দেয়া হলে সারাদেশে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন বক্তারা।
