আবদুর রহিম,লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ–
লাকসামে সংখ্যালঘুর বাড়ী পোড়ানোর দায় বিএনপির উপর চাপানোর চেষ্টা শিরোনামের একটি সংবাদ বুধবার দৈনিক দিনকালে প্রকাশিত হলে দিনকাল স্থানীয় প্রতিনিধি মনির আহমেদ কে অজ্ঞাতনামা ব্যাক্তি সকাল ১১-৩৫ মিনিটে মোবাইল নং ০১৮৫০-২৭১৪৮৫ থেকে তাহার ব্যাবহৃত মোবাইল নাম্বারে অকথ্য ভাষায় গালীগালাজ করে প্রাননাশের হুমকি দেয়। এ ব্যাপারে দৈনিক দিনকাল লাকসাম প্রতিনিধি লাকসাম থানায় একটি সাধারন ডায়েরী করেন। ডায়েরী নং-১০২ দিনকাল প্রতিনিধিকে হত্যার হুমকিতে স্থানীয় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন ।
