কুমিল্লা:—
কুমিল্লায় সংগঠিত ট্রেন দুর্ঘটনার নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঙ্গিনী এলাকার একটি মেছ থেকে ১৭ জন ছাত্রকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলামের নেতৃত্বে সদর দক্ষিণ থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ দল তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে ১৩ জন কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র। যাদের ১১ জনের সেমিস্টার পরীক্ষা বুধবার এবং দুইজনের পরীক্ষা বৃহস্পতিবার। আর বাকি একজন এইচ.এস.সি পরীক্ষার্থী।
এ সময় পুলিশ সেখান থেকে বেশকিছু ইসলামী বই নিয়ে আসে। পরে তাদের কুমিল্লা সদর দক্ষিণ থানায় নিয়ে আসা হয়।