আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর ,ব্রাহ্মণবাড়িয়াঃ–
সোমবার বিকালে বয়ে যাওয়া ১০-১৫ মিনিট স্থায়ী শিলাঝড়ে নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইরি-বোরো ধান,আম,কাঠাল, গ্রাষ্মকালীন সবজিসহ বেশ কিছু বাড়িঘরের ক্ষতি সাধিত হয়েছে। শিলাঝড়ে অনেকের টিনের চাল ফুটো হয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা ডঃ আবদুল মাজেদ শিলাঝড়ের কথা স্বীকার করে জানায়, উপজেলার গোকর্ণ,কুন্ডা,পূর্বভাগ,চাপরতলা ও গুনিয়াউক ইউনিয়নে শিলাঝড়ে ইরি-বোরো ধানের ৩৮.৫ হেক্টর জমির ফসল। তবে যে পরিমান শিলা পড়েছে সে পরিমান ক্ষতি হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন শিলাঝড়ের স্বীকার করে জানায় শিলায় কারও কারও ঘরের টিনের চাল ফুটো হয়ে যাওয়ার সংবাদ পেয়েছে। উল্লেখ্য, সোমবার বিকালে বয়ে যাওয়া ১০-১৫ মিনিট স্থায়ী শিলাঝড়ে নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এক একটি শিল প্রায় সাড়ে ৭০০ গ্রাম পর্যন্ত পড়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।
