মিজানুর রহমান সরকার, ব্রাহ্মণপাড়া থেকেঃ—
গণহত্যা, মিথ্যা মামলা দিয়ে আটক নেতাকর্মীদের মুক্তি ও তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে মঙ্গলবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের উদ্দ্যেগে সকাল ১০ টায় ১টি মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে। মিছিলের নেতৃত্বে ছিলেন- থানা বি.এনপির সদস্য সচিব শাহ আলম খোকন, সাংগঠনিক দায়িত্বে আমির হোসেন, যুব দলের সভাপতি শাহজাহান সাজু, ছাত্রদলের আহবায়ক জাকির খান সম্রাট, জাকির হোসেন, কবির হোসেন, তাজুল ইসলাম, শরাফত উদ্দিন, এমদাদুল হক সবুজ, ফারুক সরকার, কামাল হোসেন প্রমুখ। হরতালে ব্রাহ্মণপাড়া উপজেলা সকল অফিস ব্যাংক বীমা স্কুল কলেজ খোলা ছিল। উপজেলার সকল সড়কে সি.এনজি, অটো বাইক, পিকাপ, চলাচল করতে দেখা গেছে। তবে উপজেলার কোন সড়কে বাস চলাচল করতে দেখা যায়নি। উপজেলার কোথাও অপৃতিকর খবর পাওয়া যায়নি।
