কুমিল্লা:—
কুমিল্লা নগরীর লাকসাম রোডের কাসেমুল উলুম মাদ্রাসা এলাকায় জামায়াত-শিবিরের মিছিলে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কান্দিরপাড় ফাঁড়ি পুলিশ জানায়, পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে ২১ রাউন্ড শটগানের গুলি ও দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে।
সংঘর্ষে পুলিশের এসআই সালাহউদ্দিন ও এক কনস্টেবল আহত হয়। জামায়াত দাবি করে সংঘর্ষে জামায়াত-শিবিরের প্রায় ১০ নেতাকর্মী আহত হয়।
পুলিশ কুমিল্লা নগর জামায়াতের নায়েবে আমির মাস্টার আমিনুল হক ও জামায়াত নেতা আমির হোসেন ফরায়েজীসহ ছয়জন নেতাকর্মীকে আটক করে।
বড় ধরনের সহিংসতা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।