স্টাফ রিপোর্টারঃ—
কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার কলেজ মাঠে ছাত্রদলের উদ্দ্যেগে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল স্বরযন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার বিকেলে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই কর্মী সমাবেশে ছাত্রদল নেতা ওমর ফারুকের পরিচালনায় ইউপি ছাত্রদল সভাপতি মোঃ কামরুল ইসলাম কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম তাজু মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজামেহার ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুর রউফ খান, উপজেলা যুবদল নেতা মোঃ সালাউদ্দিন, আলমঙ্গীর হোসেন খোকন, ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মজিবুর রহমান মুন্সী, যুগ্ম সাধারন সম্পাদক আবদুল মতিন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, কাউছার আহম্মেদ, আরিফুল ইসলাম, আশিকুর রহমান, জাকির খান প্রমুখ।
