মাসুমুর রহমান মাসুদ, চান্দিনাঃ—
চান্দিনার ধেরেরা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী বুধবার (২৭ মার্চ) সকালে অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তৃতা করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি আব্দুল আউয়াল খাঁন। এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য শামছুল হক মিয়া, জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম সওদাগর, অধ্যাপক মো. জহিরুল ইসলাম, আবদুল ওহাব, নারায়ণ চন্দ্র দে, ডা. নজরুল ইসলাম, মো. মাহবুব আলম প্রমুখ। অনুষ্ঠানে শ্রেণি ভিত্তিক মেধাস্থান অধিকারকারীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।
