ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছোটভাইয়ের হাতে বড়ভাই খুন : অপর তিনজন আহত

আরিফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:—
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা নিয়ে বিরোধের জেরে ছোটভাইয়ের হাতে খুন হলেন বড়ভাই ইউপি সদস্য মারাজ মিয়া(৬০)। এই ঘটনায় আহত হয়েছেন অপর তিনজন। মঙ্গলবার রাতে উপজেলার শাহবাজপুরে আয়োজিত এক শালিসী সভায় এই ঘটনায় আহত অপর তিনজন হলেন নিহতের ছেলে দ্বীন ইসলাম (২৩), হাফিজুল ইসলাম ও মেয়ে পুতুল আক্তার।
জানা গেছে, সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বুড্ডা গ্রামের ইউপি সদস্য মারাজ মিয়ার সঙ্গে তার ছোট ভাই জুরু মিয়ার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিলো। দুই ভাইয়ের মধ্যেকার এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে রাত সাড়ে ৮ টায় তাদের বাড়িতে শালিসী সভা বসে। ওই সভায় বাদানুবাদের এক পর্যায়ে ছোট ভাই জুরু মিয়া টর্চ লাইট দিয়ে মাথায় আঘাত করলে বড়ভাই ইউপি সদস্য মারাজ মিয়া গুরুতর আহত হন। এ সময়ে হামলায় মারাজ মিয়ার দুই ছেলে দ্বীন ইসলাম ও হাফিজুল ইসলার এবং মেয়ে পুতুল আক্তারও আহত হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মারাজ মিয়া ও তার ছেলে দ্বীন ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মারাজ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত দ্বীন ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মারাজ মিয়া শাহবাজপুর ইউনিয়নে ২০ বছর যাবৎ ইউপি সদস্য ছিলেন।
জানতে চাওয়া হলে সরাইল থানার পুলিশ পরিদর্শক (ওসি) উত্তম কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে এই প্রতিবেদককে জানান, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। মারাজ মিয়ার লাশ জেলা সদর হাসপাতালে আছে।’

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...

Leave a Reply