শাহিন জামান, বরুড়া (কুমিল্লা) থেকে:—
কুমিল্লার বরুড়া উপজেলায় মঙ্গলবার স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালায় অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রশাসন কর্তৃক সকাল ৮-৩০টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারিরীক কসরত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনুষ্ঠান শুরু হয় সকাল ৯টায়। এতে বিভিন্ন বরুড়া হাজী নোয়াক্ষ আলী পাইলট উচ্চ বিদ্যালয়, তলাগ্রাম উচ্চ বিদালয়সহ কয়েকটি বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী রোদে অসুস্থ হয়ে পড়ে। অনুষ্ঠানস্থলে রাজনৈতিক নেতা-কর্মীদের বসার কোন ব্যবস্থা না থাকায় রাজনৈতিক নেতা-কর্মীদের সাথে প্রশাসনিক কর্মকর্তাদের বাকবিতন্ডা হয়। বিকেল ৪টায় প্রীতি ফুটবল ও রশি টানাটানি খেলার সময় নির্ধারিত থাকলেও উপজেলা প্রশাসন দুপুর ২টায় ওই খেলা শেষ করে। ফলে অনেকেই খেলায় অংশগ্রহণ করতে পারেনি। তাছাড়া ঐ খেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে কর্মচারীদের সমন্বয়হীনতার কারণে কর্মচারীরা খেলা বর্জন করে। উপজেলা প্রশাসনের অবহেলা ও অব্যবস্থাপনার কারণে এবছরের স্বাধীনতা দিবস অনেকটাই প্রাণহীন ছিল।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...