এম আহসান হাবীব, স্টাফ রিপোর্টার:—
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম্স বিভাগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন ও জমকালো মিলনোৎসব অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত ও ঐতিহ্যসমৃদ্ধ শালবন বিহারের একটি পিকনিক স্পটে বিভাগের ৭টি ব্যাচের সকল শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলীকে নিয়ে দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। আয়োজনসমূহের মধ্যে ছিল আলোচনা সভা, শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা, ক্রীড়ানুষ্ঠান, প্রীতিভোজ, সংগীত, কবিতা আবৃত্তি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি প্রভৃতি। জমজমাট এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আমির হোসেন খান। বিভাগের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. বিশ্বজিত চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ভিসির সহধর্মিনী রওশন আরা, বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, ছাত্র উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ তোফায়েল হোসেন মজুমদার ও মোহাম্মদ মিজানুর রহমান, বিভাগের প্রভাষক তারিক হোসেন, শামীম আরা মিলি, শুভব্রত সাহা, মিজানুর রহমান ও তাসলিমা আক্তার প্রমুখ। আয়োজনের সঞ্চালনায় ছিলেন উম্মে সালমা রুনু, এমদাদুল বারী শাওন, ইমরান হোসাইন, তাহরিমা আক্তার প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের প্রথম এই মিলনোৎসবে বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলীর একান্ত মিলনে আবেগঘন ও উচ্ছ্বাসপূর্ণ পরিবেশের অবতারণা ঘটে।