শামীমা সুলতানা,দাউদকান্দি (কুমিল্লা) থেকেঃ—
আজ মঙ্গলবার দাউদকান্দি উপজেলা হল রুমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের মাঝে নগদ অর্থ বিতরণ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া বলেন, ‘দেশে একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতেও এদেশের স্বাধীনতা বিপন্ন হতে দেবে না। যোদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে যারা নাশকতা চালাচ্ছে ইতিহাস তাদের ক্ষমা করবে না’। তিনি আরো বলেন, ‘যারা জনবিচ্ছিন্ন হয়ে পরে তারাই ক্ষমতায় যাওয়ার জন্য পেছনের দরজা খুঁজে।’
অনুষ্ঠানে এসময় আরো বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাঃ পারুল আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জাকির হোসেন, মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসেম সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহ আলম চৌধূরী, সাধারণ সম্পাদক এ্যাডঃ আহসান হাবিব চৌধুরী, শাজাহান মিয়া, আব্দুল কুদ্দুস সরকার, খোরশেদ আলম প্রমুখ।
অপদিকে রাত ১২ টা ১ মিনিটে বিশ্বরোড মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহিদদের স্মরণে পুস্পার্ঘ অর্পণ করেন, সুবিদ আলী ভঁইয়া এমপির নেতৃত্বে আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, সেচ্ছা সেবকলীগ।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...