শামসুজ্জামান ডলার, মতলব উত্তর(চাঁদপুর)থেকেঃ—
মতলব উত্তর উপজেলার লুধুয়া স্কুল এন্ড কলেজের ২০১৩ইং সালের এইসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ ও দোয়া’র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১১টায় স্কুল এন্ড কলেজ আঙ্গিনায় কলেজের অধ্যক্ষ জাকির হোসেনে সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক কামরুজ্জামান শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম নবী বাদল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অভিভাবক আলহাজ্জ আবুল কাসেম, ম্যানেজিং কমিটির সদস্য যথাক্রমে দেওয়ান বোরহান উদ্দিন ও সিরাজুল ইসলাম মাষ্টার, প্রাক্তন ছাত্র হেলাল উদ্দিন প্রমূখ।
সংক্ষিপ্ত আলোচনাসভা শেষে এইসএসসি পরীক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ বছর লুধুয়া স্কুল এন্ড কলেজ থেকে ১১৪ জন পরীক্ষার্থী এইসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে।