ওমর ফারুকী তাপস, কুমিল্লা থেকেঃ—
কুমিল্লার সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘিরপাড় এলাকার সরদার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ টি বসত ঘর ভস্মিভূত হয়ে গেছে। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছে ৫জন।
জানা যায়, মঙ্গলবার দুপুর ১১ টার দিকে রিপন মিয়া নামে এক শ্রমিকের ঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হয়। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থরা।