ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ—
ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৮টি দোকান। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকার মালামাল। রোববার দিবাগত রাতে সদর উপজেলার নরসিংসার বোর্ড অফিস বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে বোর্ড অফিস বাজারে রাত দুইটার দিকে বিসমিল্লাহ ডেকোরেটার্স ও মাইক সার্ভিস দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে আশেপাশের ওয়ার্কশপ,হোমিওপ্যাথিক দোকান, সাইকেল মেরামতের দোকানসহ মোট ৮টি দোকান পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টানা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভয়াবহ এই অগ্নিকান্ডে অর্ধকোটিরও বেশি টাকার ক্ষয়ক্ষতি ঘটেছে বলে বাজারের ব্যাবসায়ীরা দাবী করেন।
Check Also
কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল
নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...