কুমিল্লা:—
কুমিল্লায় সোমবার হরতালের শুরুতেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের সৈয়দপুরে একটি কাভার্ডভ্যানে আগুন দেয় পিকেটাররা।
এ ঘটনায় ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে কুমিল্লা চাঁদপুর সড়কের বিজরা বাজারে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে পিকেটাররা। সেখানে মিছিল সমাবেশ করে ছাত্রশিবির।
এদিকে নগরীর ধর্মপুর টমছমব্রিজ ও চকবাজার থেকে পৃথক মিছিল বের করে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির।
নগরীর কান্দিরপাড়ে মিছিল পিকেটিং করেছে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল। পরে ১৮ দলের মিছিল নগরীর প্রধান সড়কগুলোতে মিছিল পিকেটিং ও সমাবেশ করে।
লাকসামে বিএনপি মিছিল বের করলে বাধা দেয় আওয়ামী লীগ কর্মীরা। এ সময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করলে ধাওয়া পাল্টা হয়। এছাড়াও চৌদ্দগ্রাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, ব্রাহ্মণপাড়া, ইলিয়টগঞ্জ, সৈয়দপুর, দাউদকান্দিতে হরতালের সমর্থনে মিছিল পিকেটিং করেছে বিএনপি, জামায়াত অঙ্গসংগঠন।
মহাসড়কে নেই দূরপাল্লার কোনো যানবাহন, সিএনজি ও অটোরিকশার সংখ্যাও খুবই কম। নগরীতে বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান।