চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ—
কুমিল্লার চৌদ্দগ্রামে ২টি ট্রাকে অগ্নিসংযোগ ও ৫টি গাড়ি ভাঙচুর করেছে জামায়াত-শিবিরকর্মীরা। এদিকে, হরতালের সমর্থনে মিছিল চলাকালে জামায়াত-শিবিরের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার রাত ৭টায় চৌদ্দগ্রাম বাজারসহ মহাসড়কের বিভিন্ন স্থানে এ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আটকরা হলেন- উপজেলার গুণবতী ইউনিয়নের সালাউদ্দিন, জগন্নাথপুর ইউনিয়নের দেলোয়ার হোসেন এবং ঘোলপাশা ইউনিয়নের সাইফুল। বাকি একজনের পরিচয় জানা যায়নি।
চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারে হরতালের সমর্থনে জামায়াত-শিবিরকর্মীরা মিছিল বের করলে পুলিশ ধাওয়া করে জামায়াত-শিবিরের ৪ কর্মীকে আটক করে।
এরপর রাতে মহাসড়কের বিভিন্ন এলাকায় ২টি ট্রাক-কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ ও ৫টি বাস-ট্রাক ভাঙচুর করে জামায়াত-শিবিরকর্মীরা।