চাঁদপুর প্রতিনিধিঃ—
চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা মোড় এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকান্ডে ১৮টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
দমকল কর্মী ও স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে হঠাৎ করেই রাস্তার পূর্ব পাশের একটি দোকানে আগুন লাগে। মুহুর্তেই আগুন কযেকটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।আগুন নেভাতে যেয়ে কমপক্ষে ২০ জন কম-বেশি আহত হয়েছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে সাইকেলের দোকান, মটর সাইকেলের দোকান, মুদি দোকান, তেলের দোকান, লন্ড্রি দোকানসহ বিভিন্ন ধরনের দোকান রয়েছে।
চাঁদপুর ফায়ার স্টেশনের মাস্টার মো: ফরিদুল ইসলাম মনির জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সটসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি করছেন অগ্নিকান্ডে তাদের প্রায় ৫০ লাখ টাকার মতো মালামাল পুড়ে গেছে।