ঢাকাঃ—
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায়ের পর চুপষে গেছেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী। কারাবিধি অনুযায়ী তাকে রাখা হয়েছে কনডেম সেলে। পড়ানো হয়েছে দাগকাটা কয়েদির পোশাক। নাওয়া, খাওয়া ঘুম একই কক্ষে। প্রতি তিন ঘন্টা অন্তর অন্তর কনডেম সেলে সামনে বদল হচ্ছে প্রহরী। নজরদারী চলছে সিসি ক্যামেরাতেও।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কর্মকর্তা জানান, ফাঁসির রায় হওয়ার পরদিন তার পরিবারের সদস্যরা এসেছিলেন তার সঙ্গে দেখা করতে। তারপর আর কেউ খোঁজ নেননি তার। তিনি বলেন, অন্যান্য করাবন্দিরা জেল পুলিশ, কর্মচারীদের সঙ্গে কথাবার্তা বললেও এই জামায়াত নেতা কারো সঙ্গেই কথা বলেন না। কুরআন শরীফ, বই ও নামাজ পড়ে সময় কাটাচ্ছেন। সময় করে পায়চারি করছেন সংকীর্ণ পাথর দেয়ালের ভেতরে।
সূত্রে জানা গেছে, ফাঁসির রায়ের পর হতভম্ব হয়ে গেছেন মাওলানা সাঈদী। পরিবারের সদস্যদের কাছেও প্রকাশ করেছেন তার হতাশার কথা। আশায় আছেন তার পক্ষে সুপ্রিমকোর্টের আপিল নিয়ে। তার পক্ষে এখনও আপিল করা হয়নি। তবে প্রস্তুতি চলছে বলে জানা গেছে।