ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ—
মাটি কাটা নিয়ে বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
এ সময় প্রতিপক্ষের পাঁচটি ঘর ভাঙচুর করে দাঙ্গাবাজরা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল ও কুতুবপুর গ্রামবাসীর মধ্যে।
আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানান, খাদুরাইল গ্রামের একটি বিল থেকে মাটি কাটা নিয়ে বৃহস্পতিবার দুপুরে কুতুবপুর গ্রামের কালা মিয়া ও খাদুরাইল গ্রামের ইসহাক মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে বিকেলে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।