শামসুজ্জামান ডলার, মতলব উত্তর(চাঁদপুর)থেকেঃ—
বৃহস্পতিবার মতলব উত্তর উপজেলার মাছের অভয়াশ্রমের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২০ জন জেলে, ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি জাটকা মাছ আটক কর হয়েছে। আটক জেলেদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। অভিযানে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা ও মহনপুর ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহ আলমসহ পুলিশ ফোর্স। মোবাইল কোটের মাধ্যমে এই রায় প্রদান করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
আটককৃত জেলেরা হলো- মন কুমার, সুমন চন্দ্র, বাবুল দাস, অভন চন্দ্র, বিশ্বৎ চন্দ্র দাস, বিনা, আওলাদ, রহিম মিয়া, আব্দুল, শহীদুল, স্বপস ও আজিজুলসহ ২০ জন। আটককৃত ১৫ হাজার মিটার অবৈধ জাল আগুনদিয়ে পুড়িয়ে ফেলা হয়।