বাবুল নকরেক, ওয়াশিংটন ডিসি থেকেঃ
গত ১১ই মার্চ সোমবার সন্ধ্যা ৮ টায় ভার্জিনিয়ার ক্রিস্টাল সিটির কাবাব রেস্টুরেন্টে ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা ) কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য যে ফোবানা কমিটির চেয়ারম্যান পদটি সবার সন্মতি ক্রমে ফোবানা ফ্লোরিডাতে ২০১২ সালের সেপ্টেম্বর মাসে ঘোষণা করা হয়। আর পূর্ণাঙ্গ কমিটির জন্য চেয়ারম্যান সবার সাথে আলোচনা করে ৩ মাসের মধ্যে গঠন করবেন বলে জানানো হয়েছিল।
কমিটি গঠনে বিলম্ব হওয়ার কারণ জানতে চাইলে নব নির্বাচিত একজিকিউটিভ সেক্রেটারী কবি আব্দুস সাত্তার জানান, “আরও কয়েকটি অঙ্গ সংগঠনকে একসাথে মিলে মিশে কাজ করার জন্য চেষ্টা করা হয়। তাই একটু দেরীতে হলেও আজ সম্মানিত সদস্যদের উপস্থিততে কমিটি গঠন ও ঘোষণা করা হল।” ফোবানার কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটিতে যারা আছেন তাঁরা হলেনঃ
“>
এটর্নি মোহান্মদ আলমগীর – চেয়ারম্যান
কুদরাত ই খোদা -ভাইস চেয়ারম্যান
ইকবাল হুসাইন – ভাইস চেয়ারম্যান
আব্দুস সাত্তার – একজিকিউটিভ সেক্রেটারী
তোফায়েল আহন্মেদ -ট্রেজারার
আবু রুমি – সাংস্কৃতিক সম্পাদক
সদস্য
ডঃ জয়নাল আবেদিন -ক্যালিফোর্নিয়া
ডঃ শাহজাহান মাহমুদ – ভার্জিনিয়া
বদিউল আলম – লস এঞ্জেলস
মাসুদ রব চৌধুরী – লস এঞ্জেলস
আব্দুল মান্নান – শিকাগো
সাহিদুল ইসলাম – কানাডা
বাবুল চৌধুরী – নিউ ইয়র্ক
মিনহাজ চৌধুরী – নিউ ইয়র্ক
মশারফ হুসাইন – মেরিল্যান্ড
এ টি এম আলম – ভার্জিনিয়া
উপদেষ্টা
ডঃ গোলাম আক্তার – মেরিল্যান্ড
রাশেদুল এইচ খান – ওয়াশিংটন ডিসি
মাহমুদুন নাবী বাকী – ভার্জিনিয়া
সেলিম শেখ – মেরিল্যান্ড
শরাফত হোসেন বাবু – ভার্জিনিয়া
লিয়াকত আলি – মেরিল্যান্ড
মহান্মদ নবী – ওয়াশিংটন ডিসি
হাফিজুর রহমান – নিউ জার্সি
জাহিদুল আজাদ – নিউ জার্সি
মোহান্মদ কাজল – ফিলাডেলফিয়া
উল্লেখ্য, ফোবানা শুরু হয়েছে ১৯৮৭ সালে বিশ্ব ব্যাংকের অডিটরিয়ামে। সেই ধারাবাহিকতায় অজ অবধি ফোবানার কাজকর্ম ব্যাপক হারে চলছে। প্রতি বছর লেবার ডে উকেন্ডে এই প্রোগ্রাম হয়। তাই এই বছরও লেবার ডে উকেন্ডে সেপ্টেম্বর মাসে ক্যালিফোর্নিয়াতে হবে ২৭ তম ফোবানা। সারা বিশ্বের মানুষ থেকে এই প্রোগ্রাম দেখার জন্য ছুটে আসে। এইবার একটু আরো বেশি জমজমাট হবে বলে আশা করছেন সর্বস্তরের মানুষ।
এটর্নি মুহান্মদ আলমগী্র জানান, আগের কমিটি গুলোতে কোন ফান্ড ছিল না। নামে মাত্র কমিটি ছিল তাই আমরা এবার থেকে ফান্ড সংগ্রহ করব। যাতে সেন্ট্রাল কমিটিতে সব সময় ফান্ড থাকে। আব্দুস সাত্তার একজিকিটিভ সেক্রেটারী বলেন, অতিতের চেয়ে দিনদিন লোক সংখ্যা বাড়ছে সত্য, তাই বলে কি আলাদা আলাদা প্রোগ্রাম করতে হবে। তাই আমরা চেস্টা করব সবগুলো সংগঠনকে এক সাথে করে প্রোগ্রাম করার। আমরা আবারো ঐক্যবদ্ধ হব এবং এক সাথে প্রোগ্রাম করব।