নাজমুল করিম ফারুক,তিতাস প্রতিনিধিঃ—
তিতাসের বলরামপুর গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় পানি সেচকে কেন্দ্র করে দুই সহোদরকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বলরামপুর গ্রামের জহিরুল ইসলাম জজ মিয়ার ছেলে বাবুল হোসেন (২৪) ও মোশারফ হোসেন (২২) তাদের নিজস্ব ডোবা থেকে মাছ ধরার জন্য পানি সেচ করলে একই গ্রামের মোঃ আউয়ালের জমির উপর দিয়ে পানি সরবরাহ করলে মোঃ আঃ আউয়াল ও তার ছেলে আব্দুল আলিম এসে বাঁধা দেয়। উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আঃ আউয়াল, ছেলে আঃ আলিমসহ প্রায় ১৫-২০ জন এসে বাবুল হোসেন ও মোশারফ হোসেনকে পিটিয়ে আহত করে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জহিরুল ইসলাম জজ মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ দাখিল করে। থানার এসআই আশিকুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন এবং আহতদের দেখতে হাসপাতালে যান।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...