ঢাকা:—
রাষ্ট্রপতি জিল্লুর রহমান চিকিৎসার জন্য সোমবার সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন।
সিঙ্গাপুর থেকে প্রাপ্ত এক বার্তার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভুঁইয়া জানান, হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা ইতিমধ্যে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শুরু করেছেন।
তিনি বলেন, “রাষ্ট্রপতি জিল্লুর রহমান মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে (সিঙ্গাপুর সময়) ভোর ৫টায় সিঙ্গাপুরের চাংগি আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছেন।”
এর আগে জিল্লুর রহমান শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে শনিবার রাতে ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
রাষ্ট্রপতির সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেনও রয়েছেন।
জিল্লুর রহমান ২০০৯ সালে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। গত শনিবার ছিল তার ৮৫তম জন্মদিন।