ঢাকা:—
সোমবার বিকেলে নয়া পল্টনে বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলের সমাবেশস্থলে ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।
বিকেল ৩টায় বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ শুরু হয়। বিকেল ৫টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতা চলাকালে পর পর সমাবেশস্থলে ১০-১২টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে নেতাকর্মীরা ছোটাছুটি শুরু করেন। তখন চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এসময় বিএনপির মহাসচিব ককটেল বিস্ফোরণের মাধ্যমে সমাবেশ পণ্ড করার প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।