শামীমা সুলতানা, দাউদকান্দি (কুমিল্লা)প্রতিনিধিঃ—
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সর্ম্পকৃত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এমপি বলেছেন, ‘একটি মহল দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে’। তিনি আরো বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। সমাজে শান্তি বিনষ্টকারীরা কোন ধর্মের সেবক হতে পারে না। সুবিদ আলী ভূইয়া ১০ মার্চ রোববার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর পূর্ব ইউনিয়নের চাপাতলী গ্রামে দুর্বৃত্তকারীদের হাতে পুড়িয়ে দেয়া কালিমন্দির ও ইলিয়টগঞ্জে মামুন চেয়ারম্যানের বাড়ি ভাংচুর পরবর্তী দৃশ্য পরিদর্শনকালে এ সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, এস এম কেরামত আলী, নুরুল ইসলাম সরকার, ডাঃ দেলোয়ার, ডাঃ সুভাষ, রকিব উদ্দিন রকিব, বিল্লালুর রশিদ দোলন, জয়নাল, জামাল মেম্বার, আয়েশা হাবিব প্রমুখ।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...