দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ—
বৃহস্পতিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারে উপজেলার ছগুড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে।
জানাযায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুড়া নামক স্থানে কুমিল্লা ক্যান্টরমেন্ট থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের ধাক্কায় নসিমন উল্টে যায়। এতে ওই নসিমন চালক নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। নিহত নসিমন চালক মোঃ মিজানুর রহমান (২৭) বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার স্ত্রী ৭ মাসের অন্তঃসত্বা (১ম সন্তান) বলে জানা যায়।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান বলেন, নিহতের স্বজনরা দাফনের জন্য লাশ নিয়ে গেছে। তবে এব্যাপারে কোন মামলা হয়নি।
Check Also
নিউইয়র্কের চিকিৎসক ফেরদৌস খন্দকারে দেওয়া খাদ্য পাচ্ছে দেবিদ্বারের ১ হাজার পরিবার
দেবিদ্বার প্রতিনিধিঃ করোনা ভাইরাস পরিস্থিতিতে লকডাউনের কারনে কর্ম হারিয়ে অসহায় হয়ে পড়েছে দেশের হাজার হাজার ...