কুমিল্লা প্রতিনিধিঃ—
কুমিল্লা-চাঁদপুর-নোয়াখালী রুটে রেল লাইনের পাত উপরে ফেলার কারনে অন্তত: ৫ ঘন্টা বন্ধ থাকার পর পূনরায় রেল চলাচল স্বাভাবিক হয়েছে ।
লাকসাম জংশনের স্টেশন মাস্টার দিদার হোসেন জানান, লাকসাম জংশন থেকে ইঞ্জিনিয়ারিয়া দলের সদস্যরা ঘটনা স্থলে পৌছে মেরামতের মেরামত কাজ শেষ করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে দীর্ঘ ৫ ঘন্টা বন্ধ থাকার পর ওই রুটে রেল চলাচল স্বাভাবিক হয়ে আসে।
রোববার ভোর রাতে জেলার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার মুরাদবাড়ী এলাকায় কুমিল্লা-চাঁদপুর-নোয়াখালী রুটের ১২৬ ফুট রেল লাইনের পাত উপড়েফেলে হরতাল সমর্থকরা।