ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ—
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর নবপ্রজন্ম ছাত্র সমাজের উদ্দ্যোগে ভাষা শহীদদের স্বরনে দুলালপুর উচ্চবিদ্যালয় মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
বিশিষ্ট সমাজ সেবক সামছুল হক মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুলালপুর সরকার বাড়ীর প্রবীণ রাজনীতিবিদ এ.কে.এম ইলিয়াছ সরকার। উপস্থিত ছিলেন সোহাগ ভূইয়া, আকিব জাবেদ সরকার, জাহাঙ্গীর আলম সরকার, গোলাম কিবরিয়া বিল্লাল, আলামিন, বেনজির, শাহীন, মোকছেদ খান পাঠান, রনি। পরিচালনা করেন ছালাউদ্দিন। এসময় উক্ত এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীগণ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেশাত্মবোধক গান, নৃত্ব সহ বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধীদের অবিলম্বে ফাসির দাবী করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Check Also
কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল
নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...