কুমিল্লা প্রতিনিধিঃ—
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর শাখা সহকারি সেক্রেটারি সৈয়দ মোতাহের আলী দিলালকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল ১১টায় নগরীর ঠাকুরপাড়াস্থ তার নিজ বাসা থেকে কোতয়ালি থানা পুলিশ তাকে আটক করে।
এদিকে গতকাল শনিবার রাতে মুরাদনগর থানা পুলিশ মুরাদনগর ইউনিয়ন থানা জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ। এছাড়াও জেলার বিভিন্নস্থান থেকে জামায়াত ও ছাত্রশিবির কর্মী সন্দেহে ৬ ব্যাক্তিকে আটকের খবর পাওয়া গেছে। মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি সহ বিভিন্নস্থান থেকে জামায়াত নেতাকর্মীদের মিথ্যা মামলা দেখিয়ে আটক করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা মহানগর জামায়াত আমীর কাজী দ্বীন মোহাম্মদ।