মোঃ জামাল উদ্দিন দুলালঃ—
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বারেরা গ্রামের ব্যবসায়িক মোঃ শিমুলের ভাতিজি তুসরাত জাহান র্স্বনা এবারের জেএসসি পরিক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
সে দেবিদ্বার আজগর আলী মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ :৫ সহ মেধা তালিকায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। তুসরাত জাহান র্স্বনা ভবিষ্যৎ ডাক্তার হতে চায় সে সকলে দোয়া কামনা করেন।
Check Also
আজ শোকাবহ ১৫ আগস্ট : বাঙালির অশ্রু ঝরার দিন
কুমিল্লাওয়েব ডেস্ক:– আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। বাঙালির অশ্রু ঝরার দিন। ১৯৭৫ ...