কুমিল্লা প্রতিনিধিঃ–
কুমিল্লা সদরের রসুলপুরে বৃহস্পতিবার হাত-পা বেধেঁ হত্যা করা হয়েছে চতুর্থ শ্রেনীর এক ছাত্রকে।
নিহত ছাত্র মোঃ রাব্বি (১০) জেলা সদরের আমড়াতলী ইউনিয়নের রসুলপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার সকালে তার বাড়ি থেকে আধা কি.মি. দূরে রসুলপুর রেললাইনের পুকুর পাড়ে হাত-পা বাধাঁ অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
কোতয়ালী থানার এসআই কামরুল বিকেল ৩ টায় জানান, রসুলপুর রেললাইনের পুকুর পাড়ে হাত-পা বাধাঁ অবস্থায় রাব্বির মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। আমরা দুপুরে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। তার মাথায় আঘাতের চিহৃ রয়েছে।