কুমিল্লা প্রতিনিধিঃ—
কুমিল্লায় মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে শাহবাগের আন্দোলনকারীদের আহবানে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় পূবালী চত্তরে বৃহষ্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে পতাকা সমাবেশ । প্রজন্ম গণজাগরন মঞ্চের উদ্যোগে বিকেল ৩ টায় শতশত মানুষ জাতীয় পতাকা ও রাজাকারদের ফাঁসির দাবী সম্বলিত ব্যানার হাতে নিয়ে সমাবেশে যোগদেয়। মহান স্বাধীনতা যুদ্ধে লাখো শহীদের আত্বদানের কথা স্মরণকরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা আলী তাহের মজুমদার। প্রজন্ম গণ জাগরন মঞ্চের অন্যতম উদ্যোক্তা সাংবাদিক আবুল কাশেম হৃদয়ের উপস্থাপনায় সমাবেশে রাজাকার বিরোধী শ্লোগান, বাউল গান,কবিতা আবৃত্তি,ও দেশাত্ববোধক ও একুশের গান পরিবেশন করে স্থানীয় শিল্পীরা।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...