চাঁদপুর প্রতিনিধিঃ—
চাঁদপুরের মেঘনা নদীতে ২ হাজার ২’শ বস্তা সিমেন্টসহ এমভি আকিম নামের একটি কার্গো ডুবে গেছে। রবিবার দুপুর দেড়টার দিকে চাঁদপুরে মেঘনা নদীর মোলহেড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
কার্গোর শ্রমিক মো: আয়ুব আলী জানান, কার্গোটি ঢাকার মেঘনা ব্রিজের কাছ থেকে সিমেন্ট ভর্তি করে সকালে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করে। চাঁদপুরের মেঘনা নদীর মোলহেড এলাকায় আসলে তীব্র বাতাসে কার্গোটি ডুবে যায়। কার্গো থেকে উঠতে গিয়ে ৩জন শ্রমিক আহত হয়।
প্রত্যক্ষদর্শী মো: হান্নান জানান, কার্গোটি মোলহেডের উত্তর পাশ দিয়ে যাওয়ার সময় তীব্র বাতাসে ডুবে যায়। কার্গোতে থাকা ৩ শ্রমিক পাড়ে উঠতে সক্ষম হয়।