মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা থেকেঃ—
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র চান্দিনা পৌর শাখার ৩ নেতাকে শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চান্দিনা বিআরডিবি ট্রেনিং সেন্টার সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- উপজেলার শুহিলপুর গ্রামের আবদুল খালেক এর ছেলে এবং পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. জাকির হোসেন (৪৩), বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের আবদুল বারি’র ছেলে এবং জামায়াতের কর্মী মো. রফিকউল্লাহ্ (৪০), বিশ্বাস গ্রামের হাজী কেরামত আলী ভূইয়া’র ছেলে এবং বিশ্বাস জামায়াতের সভাপতি মো. জয়নাল আবেদীন (৪০)।
চান্দিনা উপজেলার ওসি (তদন্ত) সৈয়দ মো. ফজলে রাব্বী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
এদিকে বীনা কারণে ওই তিন নেতাকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন পৌর জামায়াতের সূরা সদস্য মাওলানা হাবিব উল্লাহ বাহার। তিনি বলেন, মাসিক সভা শেষে ওই নেতারা বাড়ি ফিরছিলেন। এসময় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবুও তাদের আটক করে পুলিশ। তিনি ওই ঘটনার তীব্র নীন্দা জানান।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী সাংবাদিক ও পুলিশ কুমিল্লার সন্তান
মোঃ আক্তার হোসেনঃ করোনাযুদ্ধে সাধারণ মানুষের সুরক্ষার জন্য জেনেশুনেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে ...