আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর থেকেঃ—
শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর এক ছাত্রীকে অপহরন করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসি বিজয় দেব (২৪) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ ও এলাকাবাসি জানায়, উপজেলার পল্লীতে কুন্ডা চকবাজারের পাশে থাকা কুন্ডা গ্রামের আইয়ুব আলীর কন্যা সুমাইয়া বেগমকে (৮) প্রলোভনা দেখিয়ে জোর করে মুখ চেপে ধরে নিয়ে পালিয়ে যাওয়ার সময় তার চিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে অপহরনকারিকে আটক করে পুলিশে সোর্পদ করে। গ্রেফতারকৃত বিজয় দেব সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের বিমল দেবের পুত্র। এ ব্যাপারে আইয়ুব আলী বাদি হয়ে বিজয় দেবকে আসামী করে নাসিরনগর থানায় অপহরন মামলা দায়ের করেছেন। থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে জানায়,অপহরনের উদ্দেশ্যে সে গ্রামের ভিতর প্রবেশ করেছিল। উদ্ধ্যারকৃত শিশুসহ গ্রেফতারকৃতকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Check Also
আশুগঞ্জে সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :– ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. হারুন মিয়া (৪৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামির ...