আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর প্রতিনিধিঃ—
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঐতিহ্যবাহী কচুয়া দরবার শরীফে (খানকায়ে মিরানীয়া) পীরে কামেলে হযরত মৌলানা সৈয়দ মীরান শাহ তাঁতারী বাগদাদী(রা:)এর ৯২তম বার্ষিক ওরস মাহফিল আগামী রবিবার অনুষ্ঠিত হবে। উক্ত ওরস মাহফিলে দেশের খ্যাতিমান ইসলামী চিন্তাবিদগণ দ্বীন শরীয়ত ও ত্বরীকত বিষয়ে ওয়াজ নসিহত করবেন। সোমবার বাদ ফজর কচুয়া দরবার শরীফের গদ্দীনশীন পীর হযরত আলহাজ মাওলানা সৈয়দ তাহের রায়হান শাহ্ আল-ক্বাদেরী আখিরী মোনাজাত পরিচালনা করবেন ।
Check Also
কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল
নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...