মোঃ আলাউদ্দিন, নাঙ্গলকোট (কুমিল্লা) থেকেঃ—
কুমিল্লার নাঙ্গলকোট সরকারি খাদ্য গুদাম থেকে ৩০০টন খাদ্য উধাওয়ের ঘটনায় ইনচার্জ হুমায়ন কবিরকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মনিরুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি আরও জানান, গত মঙ্গলবার রাতে গুদামটি পরিদর্শন করে সিলগালা করে দেওয়া হয়। এ ঘটনায় জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোঃ মিজানুর রহমানকে আহ্বায়ক করে ও শফিকুল ইসলাম, এম.এ রব, শাখাওয়াত হোসেন, সিরাজুল ইসলামকে সদস্য করে গঠিত একটি তদন্ত কমিটি বুধবার থেকে তদন্ত কাজ শুরু করেছেন। তদন্ত শেষে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার পর অপরাধীদের বিরুদ্ধে স্থায়ী ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...