কুমিল্লা প্রতিনিধিঃ—
কুমিল্লা পৌরসভার সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরীর দশম মৃত্যু বার্ষিকী বুধবার পালিত হয়েছে। ২০০৩ সালের ১৩ ফেব্রুয়ারী কামাল উদ্দিন চৌধুরী কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান থাকাকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। দিবসটি উপলক্ষ্যে কুমিল্লায় কামাল চৌধুরী স্মৃতি সংসদ বুধবার বিকেল সাড়ে ৩টায় মরহুমের টমসমব্রীজস্থ কবরস্থানে কবর জিয়ারত,কবরে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। পরে সংক্ষিপ্ত আলোচনায় মরহুম কামাল চৌধুরীর কামাল চৌধুরীর জীবনীর ওপর আলোচনা করেন স্মৃতি সংসদের আহবায়ক ও বিএমএ সভাপতি ডাঃ গোলাম মহিউদ্দিন দীপু, সদস্য সচিব সাংবাদিক ওমর ফারুকী তাপস,নাসির উদ্দিন চৌধুরী রাসেল,আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খান,কবি ফখরুল হুদা হেলাল।মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুর রাজ্জাক।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...