ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ—
কাদের মোল্লার ফাঁসি না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার আশুগঞ্জের সাংস্কৃতিক সংগঠন সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বরে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে।
সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বের প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আশুগঞ্জ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মোবারক আলী চৌধুরী, সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সদস্য সচিব ঈশা খান, উদীচি শিল্পী গোষ্ঠির সভাপতি জিয়া উদ্দিন খন্দকার, ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান সরকার, সাধারণ সম্পাদক আতাউর রহমান কবীর প্রমুখ। এদিকে সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলায় বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের ছাত্রছাত্রী, বাঞ্ছারামপুর তরুণ প্রজন্ম ও গণকবি পরিষদ মিছিল, প্রতিবাদ সভা, কুশপুত্তলিকাদাহ ও অবস্থান কর্মসুচি পালন করেছে। বাঞ্ছারামপুর ডিগ্রী কলেজের ছাত্রছাত্রীরা মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কসমুহ প্রদক্ষিন করে। তারা কাদের মোল্ল¬াসহ সকল যুদ্ধাপরাধীরে ফাঁসির দাবী করে। পরে শহীদ মিনারের বেদিতে স্থানীয় শিল্পীগোষ্ঠি সঙ্গীত পরিবেশন করে। বিজয়নগর উপজেলার চৌরাস্তা মোড়ে একই দাবীতে জনতার মঞ্চে দিনব্যাপী প্রতিবাদ সমাবেশ ও গান পরিবেশিত হয়।
Check Also
আশুগঞ্জে সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :– ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. হারুন মিয়া (৪৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামির ...