ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ—
শত ব্যস্ততার মাঝেও সরকারী বাস ভবনের আঙ্গিনায় সবজি চাষ করে দৃষ্টিনন্দন সফলতা দেখিয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান। উপজেলার বিভিন্ন লোকের কাছে এই সফলতার কথা শুনে সবজি বাগান দেখতে গেলে নির্বাহী কর্মকর্তা এ’প্রতিনিধিকে বলেন, আমার বাসার সামনে কিছুটা খালী যায়গা পড়ে ছিল। আমি বেশ কিছুদিন যাবৎ লক্ষ করে দেখি এখানে বিভিন্ন ময়লা আবর্জনা পড়ে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরী করছে। পরে ২-১জন লোক নিয়ে পাশের পুকুর থেকে কচুরিপনা, গোবর সংগ্রহ করে স্থানীয় প্রযুক্তিতে শাক সবজি ও ফুলের বাগান করি। এতে আমার অবসর সময়ে কায়িক পরিশ্রম হওয়ার পাশাপাশি সৌন্দর্য্য বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এখানে ফুল কপি, বাঁধা কপি, টমেটো, ধনে পাতা, লাউ, শিম, কালো বেগুন, পেপে, লেবু সহ বহু জাতের শাক সবজি রয়েছে। এখন বিষ মুক্ত তরতাজা সবজি খাচ্ছি। আমার চাহিদা পূরণ করেও অনেককেই উপহার দিচ্ছি। এসময় তিনি এ’প্রতিনিধিকেও লাউ, ধনেপাতা, কপি উপহার দেন। তিনি আরও বলেন, মানুষের ব্যস্ততার শেষ নেই। ব্যস্ততার মাঝেও কেউ যদি ইচ্ছে করে, তাহলে সে আমার মত পড়ে থাকা আঙ্গিনায় সবজি চাষ করে নিজের চাহিদা মেটাতে পারে। এতে তেমন কোন মূলধনেরও প্রয়োজন নেই। সবজি চাষের পাশাপাশি আকর্ষণীয় ফুলের বাগানের চাষও তিনি করেছেন। ব্রাহ্মণপাড়ার মত প্রত্যন্ত অঞ্চলেও এত সুন্দর ফুলের বাগান আছে তা না দেখলে বিশ্বাস করবে না। তিনি বলেন আমি সবজি ও ফুলের বাগানে অবসর সময়ে কাজ করে কায়িক পরিশ্রম ও মনের আনন্দ উভয় দিকেই সন্তুষ্ট।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...