কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ—
শিশুদের মাঝে নেতৃত্ব ও প্রতিযোগী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সারা দেশের ন্যায় কচুয়া উপজেলার ১৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়। জাতীয় পর্যায়ের নির্বাচনের ন্যায় এ নির্বাচনের আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে সকাল ৯টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে একটানা ২টা পর্যন্ত ভোট গ্রহন চলে। কচুয়া উপজেলার কোয়াকোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫৮ জন ভোটার সরাসরি ভোট দিয়ে ১৯ জন প্রার্থী থেকে ৭ জন প্রার্থীকে তাদের নেতা নির্বাচিত করে। নির্বাচিতরা হল- ৫ শ্রেণীর নেহা ইবনাত, রাজন চন্দ্র সাহা, ৪র্থ শ্রেণীর হাসনা আক্তার মীম, মাজহারুল ইসলাম, তৃতীয় শ্রেণীর মিরাজ হাসান ফারদিন, মৌনতা মোবাশ্বেরা ও রামকৃষ্ণ দাস। নির্বাচনে সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান পাটওয়ারী।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...