স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ—
কাদের মোল্লাসহ সকল রাজাকারের ফাঁসি দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের ছাত্রছাত্রীদের উদ্যোগে “আমরা তরুণ যোদ্ধা” ব্যানারে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কলেজ চত্তর ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্তরে সমাবেশ করে।
সমাবেশে ছাত্রছাত্রীরা কাদের মোল্লাসহ সকল রাজাকারের ফাঁসির দাবী জানান। দেশের সকল রাজাকারদের খুঁজে বের করে সমূলে ফাঁসি দিয়ে দেশকে কলঙ্ক মুক্ত করতে সরকারের প্রতি জোর দাবী জানান তারা। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বনলতা সেন(মহুয়া), মনিরুজ্জামান পলাশ, পিয়াস, মুন্না, হাসনাত, জনি প্রমুখ।
সমাবেশ শেষে স্থানীয় পৌর মার্কেট চত্তরে কয়েকদিন ধরে চলা অবস্থান কর্মসূচির সাথে একাত্বতা প্রকাশ করে ছাত্রছাত্রীরা সেখানে অবস্থান নেন এবং গণসংগীতে অংশ নেন। পরে সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচিও পালন করা হয়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...