মালয়েশিয়া প্রতিনিধিঃ—
আবুধাবিতে মর্মান্তিক সরক দুর্ঘঠনায ২০ বাংলাদেশীর নিহত ঘঠনায় মালয়েশিয়া বাংলাদেশ প্রেসক্লাব এর শোক প্রকাশ । এক যুক্ত বিবৃত্বিতে মালয়েশিয়া বাংলাদেশ প্রেসক্লাব এর সভাপতি এস.এম.রহমান পারভেজ ও সাধারণ সম্পাদক এম.আমজাদ চৌধুরী রুনু। এক শোক বার্তায় বলেন জন্মভূমি ছেড়ে প্রবাসে এসে সংসারের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করে পরিবারের সবার মুখে হাঁসি ফুঠিয়েছিলেন এবং দেশের অর্থনিথিতে ও অবদান ছিল এ প্রবাসীদের আয়ের অর্থ। তাদের এ মর্মান্তিক সরক দূর্ঘগঠনায় মূর্ত্যতে পরিবার গুলিতে শোকের ছায়া নেমে এসেছে আমরা শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করি আল্লাহ যেন তাদের বেহেস্থ নসীব করেন।
শোক বার্তায় আরো সাহ্মর করেন সহ-সভাপতি আহমেদুল করীর, যুগ্ন-সম্পাদক বশীর আহমেদ ফারুক, কায়সার হামিদ হান্নান, প্রচার সম্পাদক শাহাদত হোসেন, কার্যকরি সদস্য আমিনুল ইসলাম রতন, কার্যকরি সদস্য আব্দুল্লাহ নাঈম,কার্যকরি সদস্য জহিরুল ইসলাম হিরন প্রমূহ।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...