মিজানুর রহমান সরকার, ব্রাহ্মণপাড়াঃ—
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামে ৫ ফেব্রুয়ারী দুপুরে বাড়ীর পাশে মসজিদের নির্মানাধীন কাজে পানি দিতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ১জন নিহত হয়।
এলাকাবাসী জানায়, ঘটনার দিন দুপুরে নির্মানাধীন মসজিদের বিদ্যুতের তারে সমস্যার কারনে ঠিক করতে যায় ওই গ্রামের মৃত তমিজ উদ্দিন মাষ্টারের ছেলে জহিরুল (৪৫)। ঠিক করার সময় বিদ্যুতের তারে পেচিয়ে ঘটনাস্থলেই সে জ্ঞান হারায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। মৃত জহিরুলের স্ত্রী সহ ৫মেয়ে ১ ছেলে রয়েছে। ৬ ফেব্রুয়ারী তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এই নিয়ে তার পরিবারে শোকের মাতম বইছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী সাংবাদিক ও পুলিশ কুমিল্লার সন্তান
মোঃ আক্তার হোসেনঃ করোনাযুদ্ধে সাধারণ মানুষের সুরক্ষার জন্য জেনেশুনেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে ...