স্টাফ রিপোর্টার, কুমিল্লাঃ—
বগুড়ায় ৩ জামায়াত শিবির নেতাকর্মীর নির্মম হত্যার প্রতিবাদে, জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, অবৈধ ট্রাইবুনাল বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীতে নগরীর চকবাজার বাসষ্ট্যান্ডে এক বিক্ষোভ সমাবেশ করে। দুপুর ২ টা থেকেই নগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা মিছিল সহকারে বিক্ষোভ সমাবেশে আসতে থাকে। জামায়াত শিবিরের খন্ড খন্ড মিছিল বিশাল জনসমুদ্রে পরিণত হয় চকবাজার বাসষ্ট্যান্ড । এটি কুমিল্লা মহানগর জামায়াতের স্মরণ কালের শ্রেষ্ঠ শো-ডাউন।
বিকাল ৩টায় সমাবেশের কার্যক্রম শুরু হয়। নগর জামায়াতের নায়েবে আমীর মাষ্টার আমিনুল হক এর সভাপতিত্বে মহানগর সেক্রেটারী মোসলেহ উদ্দিনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মহানগরী শিবিরের সভাপতি মনির আহম্মেদ, মহানগর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী মুক্তিযোদ্ধা আমিনুল হক, কুমিল্লা দক্ষিন জেলা জামায়াতের সেক্রেটারী খন্দকার দেলোয়ার হোসেন, মহানগর জামায়াত নেতা ইসমাঈল মিয়া, কাজী মোতাহের আলী দিলাল, একেএম এমদাদুল হক মামুন, কাউন্সিলর মোশারফ হোসেন, শ্রমিক কল্যান ফেডারেশনের কুমিল্লা মহানগরী সভাপতি মজিবুর রহমান ভূইয়া, মিয়া মোহাম্মদ নাছিম, চেয়ারম্যান জহিরুল ইসলাম, মাহাবুবুর রহমান, মহানগর শিবির সেক্রেটারী শাহআলম, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, অধ্যাপক জাকির হোসেন, আব্দুল কাইয়ুম মজুমদার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে বির্তকিত ট্রাইবুনাল ভেঙ্গে দিয়ে জামায়াত নেতৃবৃন্দদেরকে মুক্তি দিতে হবে। অন্যথায় লাগাতার হরতালের কর্মসূচী ঘোষনা করা হবে। নেতারা আরও বলেন, বর্তমান ফ্যাসিষ্ট সরকার ডিজিটাল চুরি মাধ্যমে ক্ষমতায় এসে জনগনের ভাগ্যের পরিবর্তন না করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে ব্যস্ত হয়ে পড়ছে। বর্তমান সরকার জামায়াত নেতৃবৃন্দদেরকে সম্পূর্ন অন্যায় ভাবে আটক করে যে মানবতা বিরোধী অপরাধ করেছে এর বিচার ইনশাআল্লাহ করা হবে।
নেতারা শীর্ষ নেতৃবৃন্দদের নিঃশর্তে মুক্তির দাবি জানান। এদিকে সমাবেশ শেষে আগামীকাল সারাদেশে জামায়াতের ডাকা সকাল – সন্ধ্যা হরতালের সমর্থনে নগরীর চকবাজার থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মনোহরপুর গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ করে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী সাংবাদিক ও পুলিশ কুমিল্লার সন্তান
মোঃ আক্তার হোসেনঃ করোনাযুদ্ধে সাধারণ মানুষের সুরক্ষার জন্য জেনেশুনেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে ...