মো. আলাউদ্দিন, নাঙ্গলকোটঃ—
কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর বাজারে গত শনিবার রাতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৮জন আহত হয়। প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, শনিবার রাতে কুমিল্লা (দঃ) জেলা বিএনপির সহ-সভাপতি, নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূইয়ার সমর্থকরা সভা শেষে মিছিল বের করলে যুবদল নেতা চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপুর নির্দেশে প্রতিপক্ষ মিছিলে হামলা চালায়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং রাতে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে বদু মিয়া, জাহাঙ্গীর, আলমগীর, যুবদলের ইউপি সেক্রেটারী শফিউল বশার, শিমুল, আফছার, নাঙ্গলকোট পৌরসভার অফিস সহকারী আবদুল মন্নানসহ উভয় গ্রুপের ৮ নেতাকর্মী গুরুতর আহত হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনার বিরাজ করছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...