মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধিঃ—
চলতি ২০১৩ ইং সালের এসএসসি ও দাখিল পরীক্ষায মতলব উত্তর উপজেলার কেন্দ্রগুলোতে উপজেলা প্রশাসনের দাপ্তরিক প্রধানদের অধিকাংরাই এখানকার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে নেই। উপজেলার ৮টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে মাত্র ১ টি পরীক্ষা কেন্দ্রে উপজেলা প্রশাসনের মাত্র ১ জন কর্মকর্তা দায়িত্বপালনের জন্য থাকলেও বাকী কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়েছেন বিভিন্ন দপ্তরের দাপ্তরিক সহকারী পর্যায়ের কয়েকজন। এ বছর উপজেলার এসএসসি’র ৭ কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ২ হাজার ৮৯৭ জন এবং দাখিলে অংশগ্রহন করছে ২৯৯ জন।
মতলব উত্তর উপজেলায় এসএসসি’র কেন্দ্র ৭ টি এবং দাখিলের কেন্দ্র ১ টি। এর মধ্যে কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে আসা একমাত্র দাপ্তরিক প্রধান হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। যিনি দায়িত্বে রয়েছেন জমিলাখাতুন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে’র যেখানে পরীক্ষার্থী সংখ্যা ৪৬৩ জন। দশানী-মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে রয়েছেন একজন সহকারী প্রকৌশলী ওখানে পরীক্ষার্থী সংখ্যা ৫০৬ জন। সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে রয়েছেন একজন সহকারী প্রকৌশলী যেখানে পরীক্ষার্থী সংখ্যা ২১৬ জন। বদরপুর আকবরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে রয়েছেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার যেখানে পরীক্ষার্থী সংখা রয়েছে ৬৮৬ জন, ছেংগারচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রয়েছেন একাডেমী সুপারভাইজার যেখানে পরীক্ষার্থী সংখ্যা ৮১৬ জন, নিশ্চিন্তপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রের দায়িত্বে রয়েছেন ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা যেখানে পরীক্ষার্থী সংখ্যা ২১০ জন এবং ফরাজীকান্দি ওয়েসিয়া মাদ্রাসা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার যেখানে পরীক্ষার্থী সংখ্যা ররেয়ছে ২৯৯ জন।
খোজখবর নিয়ে জানা যায়, আতœসম্মানবোধের কারনে দাপ্তরিক প্রধানগন এ উপজেলায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করতে উৎসাহবোধ করেন না।