দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ—-
বৈধ ট্রাইবুনাল বাতিল ও কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে জামায়াতের ডাকা বৃহস্পতিবার হরতালে দেবিদ্বার জামায়াত-শিবির নেতাকর্মীরা সকাল সাড়ে আটটায় কুমিল্লা-সিলেট মহাসড়কের লক্ষীপুর এলাকায় অবরোধ করে সিএনজি চালিত বেবীট্রেক্সী ভাংচুর করে। ওই সময় দেবিদ্বার থানা পুলিশ বাধা প্রদান করলে জামায়াত-শিবির এর পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে। এতে করে পুলিশ ও পিকেটারদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে । ওই সময় শিবির সমর্থীত জাহিদুল ইসলাম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী গ্রেফতার হয়েছে। সে উপজেলার লক্ষীপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে। সকালে কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল থেকে কুমিল্লার উদ্দ্যেশে সুগন্ধা ও জনতা পরিবহনের কয়েকটি বাস যাতায়াত করলেও ঢাকা চট্টগ্রামের উদ্দ্যেশে কোন প্রকার দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এস এম বদিউজ্জামান জানান, পুলিশ সকাল থেকেই উপজেলার প্রদান প্রদান সড়কে অবস্থান নেয়। পিকেটিংয়ের সময় পুলিশ ২ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে এবং একজন কে গ্রেফতার করেছে। এতে কেউ আহত হয়েছে কিনা জানিনা। এব্যাপারে পুলিশের দায়িত্ব ও কর্তব্য কাজে বাধা প্রদাদ করায় গ্রেফতারকৃত জাহিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...