কুমিল্লাঃ—
সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি বলেছেন, উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের ছাত্র-ছাত্রীদের এখন থেকেই বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষার ওপর জোর দিতে হবে। তাই বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি কুমিল্লার বুড়িচং-এ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
‘‘জাতির জন্য অহংকার, শতভাগ ভর্তির হার’’ এই শ্লোগানে কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, শিক্ষক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
শনিবার বিকেলে বুড়িচং উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খোরশেদ আলম খান, আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট হাসেম খান, শিক্ষা অফিসার ফাতেমা মেহের জেসমিন সহ আরো অনেকে।
পরে সংসদ সদস্য ছাত্র-ছাত্রীর মধ্যে পুরস্কার বিতরন করেন।